Be Special Human
কথাগুলো ভাবুন...
পৃথিবীর সকল মানুষের মধ্যে এমন কিছু আছে, যা তাকে অনন্য করে রেখেছে। এই পৃথিবীর প্রতিটি মানুষ জিনিয়াস। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি পদে পদে শিক্ষাগ্রহণ করার। আপনি যদি ১০ টি মানুষের অনন্য বিষয়গুলো আপনার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন, তবেই আপনি সফল। এই পৃথিবীতেতে Average People বেশি, কিন্তু Special People গুলো নেতৃত্ব দিবে পৃথিবীতে। হতে পারে আপনি ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু আপনি একজন ভালো ব্যবসায়ী । হতে পারে আপনার স্বপ্ন ছিলো আর্মি অফিসার, কিন্তু দেখা যাচ্ছে আপনি একজন ভালো স্পিকার।
আর কতদিন Average হয়ে থাকবেন? নিজের skill develop করেন। Special people হয়ে উঠুন। ভাগ্যকে modify করুন। আপনার পৃথিবীটা যেন ৮ কিলোমিটার এ সীমাবদ্ধ না থাকে। কলেজ/ভার্সিটি/বন্ধুরবাসা/বাজার সব মিলিয়ে কত? ৮ কিমি. ই তো হয়? এটা আপনার পৃথিবী হতে পারে না। Target রাখুন ৮ হাজার কিলোমিটার। Average People কে কেও কখনো মনে রাখে না। এমন কিছু করুন- যাতে পৃথিবী আপনাকে মনে রাখে, বাংলাদেশ আপনাকে মনে রাখে।
No comments