স্থান ঃ চিমাখাল, বান্দরবন
ঢাকা থেকে দূরত্ব ঃ প্রায় ৩৮৫ কিলোমিটার
সংগৃহীত ঃ জাহিদুল ইসলাম তাহান
২৮ ডিসেম্বর ২০১৬
সকাল ৫ টায় মোবাইলের এলার্মটা বেজে উঠলো..
এমনিতেই সারারাত বাশের মাচাং এর নিচ থেকে উঠা ঠাণ্ডায় ঘুম হয়নি তার উপর বাইরে হাড় কাপানো শীত.. মনে হচ্ছিল মেরুদণ্ডটা অবশপ্রায়..
তাও এক অদম্য ইচ্ছাশক্তির বলেই হয়তো উঠে গেলাম..
যাই হোক শ্রদ্ধেয় রাতুল বিডি ভাইয়ের থেকে পাওয়া তথ্য পোকা যে মাথায় ঘুরছে..
টিমমেটরাও মুহূর্তকালেই রেডি হয়ে গেল..
আল্লাহর নামে শুরু করলাম যাত্রা..
যাত্রাসঙ্গীদের সাথে দেখেই ফেললাম অসম্ভব সুন্দর চিমাখাল..
এক গভীর আদিমতা যেন লুকিয়ে আছে জায়গাটার পরতে পরতে..
|
চিমাখাল, বান্দরবন |
বাদুরগুহা, তার পাশের ঝরনাধারা আর আলো আধারের গল্প যেন মিলে মিশে চিরতরে একাকার হয়ে গেল স্মৃতির প্রেক্ষাপটে....
|
ট্রেক টাইম..সবার সামনে আমি... |
|
ইহা মই নয়, মই এর মতন দেখতে |
|
আরপি মামা কাজটা আসলে অনেক সহজ করে দিয়েছিল আমাদের জন্য...
নিজে গাছের গুড়ি খুজে এনে বোল্ডার আনুভূমিক দাড় করেছিল...তারপর দাঁ দিয়ে গাছের গুড়িটাকে খাজ খাজ করে কেটেছিল যাতে আমরা সহজে নামতে পারি... |
|
একটু ভিন্ন এঙ্গেল থেকে তোলা ছবি.. |
|
পশ্চাৎদেশ মডেল আর সামনে উৎসুক |
|
ঝরনাধারা |
|
শতাব্দীর সেরা কার্টুনাইজ ছবি |
|
বাদুড়গুহা |
No comments